Monday, May 20, 2024

Fun with Emojies

খুঁজে বলুন রবীন্দ্রসঙ্গীতের নাম 
   

1. 🎑👨‍👩‍👦‍👦➡️(🌳🌲) = জোছনারাতে সবাই গেছে বনে

2. ⚡💎⛈️📿 = বজ্রমানিক দিয়ে গাথা

3. 📢❌🗣️👂🏻= যদি তোর ডাক শুনে

4. 👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧 👑 = আমরা সবাই রাজা 

5. 🧏🏻‍♀️= 

6. ⭐👁️👀🌄 =

7. 🌌🌞⭐ = আকাশ ভরা সূর্য তারা

8. 🚶🏻‍♀️➡️🙎🚪= মনে কি দ্বিধা রেখে গেলে চলে, যেতে যেতে, দুয়ার হতে...

9. 🔥🔥🏹 = দারুণ অগ্নিবানে রে 

10. 💞💃🏻🦚 = হৃদয় আমার নাচেরে আজিকে ময়ুরেরও মত নাচেরে...

11. 🏘️➡️🟥🛣️ = গ্রাম ছাড়া ওই রাঙগা মাটির পথ

12. 🏠🐝🎶 = এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছেরে

13. ❤️📐👉🏻 = আমার মনের কনের বাইরে 

14. 🥱👁️💋 = 

15. 🌾🏞️☀️🌤️= ধানের খেতে রৌদ্র ছায়ায় 

16. 🦵🏻👣❌🛣️ =যখন পরবেনা মোর পায়ের চিন্ন

17. 🌅☁️📿 = সন্ধ্যার মেঘ মালা

18. ❓💡👁️ = (বধু) কোন আলো লাগলো চোখে

19. 🌌🌸🌺🌹🔥 = নীল দিগন্তে ফুলের আগুন লাগলো

20. ❓💡❤️🪔 = কোন আলোতে প্রানের প্রদীপ জ্বালিয়ে

21. ☁️🗣️🚶🏻‍♂️🌌👋🏻 = মেঘ বলেছে যাবো যাবো

22. 🌦️😊 = মেঘের কোলে রোদ হেসেছে 

23. 👁️💡👀➡️ = চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

24. 🔨🏚️🗝️ = ভেঙে মোর ঘরের চাবি  

25. 🇮🇳🙇 = জন গন মন